20.9 C
Chittagong
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলালিভারপুলের নতুন অধিনায়ক ভ্যান ডাইক

লিভারপুলের নতুন অধিনায়ক ভ্যান ডাইক

সুসংবাদ ডেস্ক:

মৌসুম শুরুর আগেই দল ছেড়েছেন লিভারপুলের নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন। ১২ মিলিয়ন ইউরোতে পাড়ি জমিয়েছেন সৌদি আরবের লিগে। তার আগেই ক্লাবকে বিদায় বলেছেন সহঅধিনায়ক জেমস মিলনার। তার ঠিকানা ব্রাইটন। নতুন মৌসুমের আগেই তাই অধিনায়ক নির্বাচনের তাড়া ছিল কোচ ইউর্গেন ক্লপের।

সিঙ্গাপুরে প্রাক-মৌসুম চলাকালে সেই আনুষ্ঠানিকতাও সেরে নিয়েছেন কোচ ক্লপ। লিভারপুলের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। জাতীয় পর্যায়ে নেদারল্যান্ডসের পর এবার ক্লাব পর্যায়েও অধিনায়কের আর্মব্যান্ড দেখা যাবে তার হাতে। আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড।

লিভারপুলের অধিনায়ক হওয়াকে নিজের জন্য গর্বের বলেই উল্লেখ করেছেন এই সেন্টারব্যাক, ‘এটা আমার জন্য, আমার স্ত্রী-সন্তান আর আমার পরিবারের জন্য সত্যিই গর্বের একটি দিন। এটা অসাধারণ এক অনুভূতি। এই মুহূর্তে এটা ভাষায় বর্ণনা করা কঠিন। তবে এটা এমন কিছু যার জন্য আমি সত্যিই গর্বিত।’