26 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাঅ্যাডিডাস ও ম্যান ইউনাইটেডের রেকর্ড গড়া চুক্তি

অ্যাডিডাস ও ম্যান ইউনাইটেডের রেকর্ড গড়া চুক্তি

সুসংবাদ ডেস্ক:

দশ বছর আগে মোটা অঙ্কের বিনিময়ের ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ‘কিট’ চুক্তি করে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। রেড ডেভিলদের সঙ্গে সেবারের চুক্তিটি ছিল ৭৫০ মিলিয়ন পাউন্ডের। এবার সেই চুক্তিটিই নবায়ন করেছে দুই পক্ষ। আর তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে খেলার সরঞ্জাম (কিট) নিয়ে সবচেয়ে দামি চুক্তির রেকর্ড গড়েছে ম্যানচেস্টারের লাল অংশের ক্লাবটি।

২০৩৫ সালের জুন পর্যন্ত করা এই চুক্তিতে ৯০০ মিলিয়ন পাউন্ড পাবে ইউনাইটেড। ডলারের অঙ্কে যা পুরোপুরি ১ বিলিয়ন ডলার। এই চুক্তিটিই হতে যাচ্ছে ইংলিশ ক্লাবটির আগামী এক দশকের জন্য সবচেয়ে বড় আয়ের উৎস।

সোমবার নিজেদের ওয়েবসাইটে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর জানিয়েছে ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মৌসুমপ্রতি আয়ের হিসাবে প্রিমিয়ার লিগের ইতিহাসে এটাই সবচেয়ে বড় চুক্তি। এর আগে সবচেয়ে বড় চুক্তি ছিল লন্ডনের ক্লাব চেলসির সাথে।

২০১৬ সালে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ৯০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছিল চেলসি। ১৫ বছর মেয়াদি সেই চুক্তি কার্যকর হয়েছে ২০১৭ সাল থেকে। চেলসি নাইকির সঙ্গে ওই চুক্তিতে প্রতি মৌসুমে পেয়েছে ৬ কোটি পাউন্ড। আর ইউনাইটেড আয় করবে মৌসুমপ্রতি ৯ কোটি পাউন্ড।

উল্লেখ্য, ১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে খেলার সরঞ্জাম সরবরাহের চুক্তি ছিল অ্যাডিডাসের। এরপর তাদের সাথে চুক্তিবদ্ধ হয় আরেক বিখ্যাত প্রতিষ্ঠান নাইকি। ২৩ বছর ছিল দুই পক্ষের চুক্তি। ২০১৫-১৬ মৌসুম থেকে আবারও ইউনাইটেডের সঙ্গে যুক্ত হয় অ্যাডিডাস। সেবারও ১০ বছরের জন্য রেকর্ড গড়া চুক্তি স্বাক্ষর করেছিল দুইপক্ষ।

বিবিসি জানিয়েছে, মূল চুক্তিতে ভিন্ন রকমের একটি শর্ত জুড়ে দিয়েছে অ্যাডিডাস। চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার ওপর ইউনাইটেড কত টাকা পাবে তা নির্ভর করছে। টানা দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারলে নতুন চুক্তিতে বছরে ৩০ শতাংশ টাকা কম পাবে ক্লাবটি।