চট্টগ্রামের ব্রিজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে নদীপথে চোরাচালানের সময় ৩ হাজার ১৭০ লিটার অবৈধ অকটেন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানকালে মো. শহিদ (৩০) নামের একজনকে আটক করা হয়, যিনি চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান:
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ শনিবার (৫ জুলাই) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল সদরঘাট থানাধীন ব্রিজ ঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় দেখা যায়, একটি বোট থেকে কয়েকজন ব্যক্তি জ্বালানি জাতীয় তরল পদার্থ নামাচ্ছেন। উপস্থিতি টের পেয়ে তারা কোস্ট গার্ড সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল পাল্টা ব্যবস্থা নিয়ে একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
প্রায় ৪ লাখ টাকার অবৈধ অকটেন উদ্ধার:
জব্দ করা অকটেনের পরিমাণ ৩ হাজার ১৭০ লিটার। এর বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। জব্দকৃত অকটেন এবং আটক শহিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নদীপথে সক্রিয় জ্বালানি চোরাচালান চক্র:
বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে নদীপথে অবৈধ জ্বালানি পাচার নতুন নয়। নিয়মিত অভিযানের পরও এসব চক্র সক্রিয় রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন, এসব চোরাচালান জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে এবং সরকার রাজস্ব হারায়।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজ ঘাট এলাকা রাতের বেলায় প্রায়ই সন্দেহজনক বোট চলাচল করে। তবে নিরাপত্তা টহল জোরদার হওয়ায় সম্প্রতি এ ধরনের কার্যক্রম কিছুটা কমেছে।
কোস্ট গার্ডের নিয়মিত টহল অব্যাহত:
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল জারি রয়েছে। জ্বালানি চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।