24.7 C
Chittagong
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশরোটারি চট্টগ্রামে ৩৮ প্রেসিডেন্টের শপথ

শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ পাঁচ খাতে অগ্রাধিকার

রোটারি চট্টগ্রামে ৩৮ প্রেসিডেন্টের শপথ

‘ইউনিট ফর গুড’ স্লোগানে-রোটারি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এরিয়ার ২০২৫-২৬ বর্ষের ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জিন্নুরাইন কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৮টি রোটারি ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্টদের কলার পরিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়। “সার্ভিস অ্যাবাভ সেলফ”—এই মূলনীতিকে সামনে রেখে শুরু হলো রোটারির নতুন বর্ষের পথচলা।

নতুন বর্ষ, নতুন অঙ্গীকার

প্রধান অতিথির বক্তব্যে রোটারি প্রজেক্ট সাপোর্ট অ্যাসোসিয়েশন (RIPSA)-এর সহকারী কান্ট্রি কো-অর্ডিনেটর পিপি কেরামতুল আজিম বলেন, “রোটারির নেতৃত্ব মানে শুধু একটি পদ নয়, বরং এটি দায়িত্ব, আত্মনিবেদন ও সমাজের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।”

বিশেষ অতিথি পিপি এমদাদুল আজিজ চৌধুরী বলেন, “সেবা, নেতৃত্ব ও মানবিকতা—এই তিন স্তম্ভে রোটারির শক্ত ভিত। নতুন প্রেসিডেন্টদের এ দিকেই নজর রাখতে হবে।”

২০২৫-২৬ বর্ষে যেসব খাতে কাজ করবে রোটারি: শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নারী ক্ষমতায়ন, পরিবেশ সচেতনতা ও মানবিক সহায়তা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ক্লাব এই পাঁচটি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা তৈরি করছে।

 আনন্দঘন পরিবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা

অনুষ্ঠানের একপর্যায়ে কেক কেটে নতুন বর্ষকে স্বাগত জানানো হয়। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। প্রায় ৩০০ জন রোটারিয়ান, অতিথি ও ক্লাব প্রতিনিধি এ আয়োজনে অংশ নেন।

বক্তব্য দেন আরও অনেকে: আফতাব উদ্দিন সিদ্দিকী, ফেরদৌস আরা বেগম, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি রেজাউল করিম চৌধুরী, নুরুল আলম চৌধুরী কিরণ, সাইফুল হুদা সিদ্দিকী, ইব্রাহিম হাসান, অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, হাসিনা আক্তার লিপি, তাসনোভা হায়দার, মিনহাজ এ নাহিয়ান, জামাল উদ্দিন আহমদ এবং সদ্য বিদায়ী সভাপতি এস এম জমির উদ্দিন।

নেতৃত্বে দায়িত্ববোধ, সেবায় শপথ

অনুষ্ঠান শেষে অনেক রোটারিয়ান জানান, রোটারির এ আয়োজন ছিল কেবল দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল সেবার মানসিকতায় নিজেকে নতুনভাবে উজাড় করে দেওয়ার এক উপলক্ষ। পিপি কেরামতুল আজিম বলেন, “এই ৩৮ জন প্রেসিডেন্ট হচ্ছেন ৩৮টি সামাজিক বিপ্লবের প্রতীক।”