20.9 C
Chittagong
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলালিগস কাপ: বড় জয়ে সেমিফাইনালে লিওনেল মেসির মিয়ামি

লিগস কাপ: বড় জয়ে সেমিফাইনালে লিওনেল মেসির মিয়ামি

সুসংবাদ ডেস্ক:

ইন্টার মিয়ামির জয়রথ ছুটছেই। শনিবার ভোরে ঘরের মাঠ ভিআরভি পিঙ্ক স্টেডিয়ামে শার্লট এফসিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ফলে লিগস কাপের সেমিফাইনালে উঠে গেছে যুক্তরাষ্ট্রের এই দলটি। এই ম্যাচেও গোল পেয়েছেন মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় মিয়ামি। এবারো পেনাল্টি শট নেননি অধিনায়ক মেসি। দারুণ স্পটকিকে গোলটি করেন জোসেফ মার্টিনেজ। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

মেসির দল তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৮তম মিনিটে। গোলটি ছিল আত্মঘাতী। মিয়ামির আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মালান্দা।

মেসি গোল করেন ৮৬তম মিনিটে। বাঁ পায়ের দারুণ গোলে ব্যবধান ৪-০ করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

মিয়ামির জার্সিতে ৫ ম্যাচেই গোল করেছেন মেসি। লিগ কাপে মেসির গোলসংখ্যা এখন ৮টি।