28 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকনাইজার অভ্যুত্থান: সামরিক হস্তক্ষেপ নিয়ে ইকোওয়াসকে সতর্ক করল রাশিয়া

নাইজার অভ্যুত্থান: সামরিক হস্তক্ষেপ নিয়ে ইকোওয়াসকে সতর্ক করল রাশিয়া

সুসংবাদ ডেস্ক:

নাইজারে সামরিক হস্তক্ষেপ অনুমোদন করেছে পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোওয়াস। সামরিক শাসন অপসারণ করে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতায় ফেরাতে এই সামরিক হস্তক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এক জরুরি বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওউতারা। নাইজেরিয়ার রাজধানী আবুজাতে ইকোয়াসের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলাসেন ওউতারা বলেন, ‘সামরিক হস্তক্ষেপ পরিচালনার জন্য অন্যান্য বিষয়ে আরো সম্মেলন করবেন চিফ অব স্টাফ। তবে যত দ্রুত সম্ভব নাইজারে সামরিক হস্তক্ষেপের জন্য জোটটির রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে চুক্তি হয়েছে। বৈঠকে জোটের প্রধান বলেন, নাইজারে সামরিক শাসকদের বিরুদ্ধে সেনা মোতায়েন করবে ইকোয়াস।’ এদিকে নাইজারে সামরিক হস্তক্ষেপ নিয়ে রাশিয়া সতর্ক করেছে।

এই ধরনের সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী সংঘর্ষের সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে মস্কো। রাশিয়া আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থান সমর্থন করে না। তবে ক্ষমতাচ্যুত নেতা মোহাম্মদ বাজুমের অবস্থান পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। এ-ও বলছে, রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার এ অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে।

এদিকে, এখনো অভ্যুত্থানের সমর্থকরা রুশ পতাকা নেড়ে রাজধানী নিয়ামের কাছে একটি ফরাসি সামরিক ঘাঁটিতে প্রতিবাদ করছে। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই নাইজারে সামরিক ঘাঁটি পরিচালনা করে এবং বিস্তৃত অঞ্চলে সশস্ত্র ইসলামপন্থীদের বিরুদ্ধে অভিযান চালাতে এসব ঘাঁটি ব্যবহার করা হয়। সামরিক হস্তক্ষেপের পরিকল্পনার খসড়া তৈরি করতে ইকোওয়াস দেশগুলোর সামরিক কর্মকর্তারা আজ শনিবার বৈঠকে বসবেন বলে জানা গেছে।

সামরিক হস্তক্ষেপের পরিকল্পনার খসড়া তৈরি করতে ইকোওয়াস দেশগুলোর সামরিক কর্মকর্তারা আজ শনিবার বৈঠকে বসবেন বলে জানা গেছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু গত বৃহস্পতিবার বলেছেন, শেষ অবলম্বন হিসেবে শক্তি প্রয়োগকে পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়নি।

অবশ্য যুক্তরাষ্ট্রও স্পষ্টভাবে সামরিক পদক্ষেপকে সমর্থন করেনি। তবে দেশের গণতান্ত্রিক সংবিধান পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে।
নাইজার জান্তা ইকোওয়াস নেতাদের সর্বশেষ বিবৃতির প্রতিক্রিয়া জানায়নি। এর আগে হুমকির জবাবে সতর্কতা হিসেবে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রক্তপাতবিহীন অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সামরিক জান্তা। এরপর তারা ক্ষমতা দখল করে নেয়। তখন থেকে বাজোমকে ‘প্রেসিডেন্ট প্যালেসে’ অবরুদ্ধ করে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, বাজোম ও তার পরিবারের অন্য সদস্যদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। এ ছাড়া প্যালেসের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাজোমের মেয়ে জাজিয়া বাজোম এসব অভিযোগ করেছেন। তিনি আরো জানিয়েছেন, ‘ভালো খাবার না দেওয়ায় তার পরিবারের সদস্যদের ওজন দ্রুত কমে যাচ্ছে।’

সূত্র : বিবিসি,  দ্য গার্ডিয়ান