আগের ম্যাচেই গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো দলের বড় জয়ে ভূমিকা রেখেছিলেন। এবার গোল করে দলের হার এড়ালেন। শুক্রবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আল নাসর ও জামালেকের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৮৭ মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।
কিং ফাহাদ স্টেডিয়ামে এদিন আধিপত্য করেই খেলেছে আল-নাসর। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো দলটিকে। ড্রতে পাওয়া ১ পয়েন্টে নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল নাসর।
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-শাবাবের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ান ক্লাব মোনাস্তিরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল রোনালদোরা।
কোয়ার্টার ফাইনালে রোববার তাদের প্রতিপক্ষ মরক্কোর রাজা ক্লাব অ্যাথলেটিক।