26 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনফারুকীর নেতৃত্বে ১২ নির্মাতার ওয়েবফিল্ম মিনিস্ট্রি অব লাভ

ফারুকীর নেতৃত্বে ১২ নির্মাতার ওয়েবফিল্ম মিনিস্ট্রি অব লাভ

সুসংবাদ ডেস্ক:

মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে গঠিত হলো ‘মিনিস্ট্রি অব লাভ’ অর্থাৎ ভালোবাসার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় হয়ে গেল ১২ ‘মন্ত্রী’র শপথ আনুষ্ঠানিকতাও। বাকি শুধু জনগণের মাঝে ভালোবাসার গল্প ছড়িয়ে দেওয়া।

কোনো রাজনৈতিক দল নয়; জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’।

যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের নেতৃত্বে থাকা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের গল্প হারিয়ে যেতে পারে না। অনেকে প্রেমের বর্ণাঢ্য অভিজ্ঞতা নিয়ে নির্মাণে এসেছেন। এই ১২টি সিনেমায় দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রং, বিচিত্র সব রূপ এবং বৈচিত্র্যময় সব অনুভূতির গল্প।’

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

২০২৩ এবং ২০২৪-এর মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে।