মাত্র ৩৩ মিলিমিটার বৃষ্টিতে আবারও ডুবে গেল বন্দর নগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন নগরবাসী।
গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও, বৃহস্পতিবার বিকেল থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে কাতালগঞ্জ, কাপাসগোলা, পাঁচলাইশ, চকবাজার, বহদ্দারহাট, ষোলশহর ২নং গেইট ও খাতুনগঞ্জ এলাকায়।
জলাবদ্ধতার কারণে কোথাও হাঁটু সমান আর কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরী। পানির নিচে গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। ঘর থেকে বের হয়ে বিপাকে সাধারণ মানুষ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩নং সতর্ক সংকেত বহাল রয়েছে। এছাড়া আগামী আরও কয়েকদিন এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিপাত বেশী হলে পাহাড়ধ্বসের আশঙ্কা রয়েছে। এরইমধ্যে নগরীর টাইগারপাস এলাকায় পাহাড়ধ্বসে রাস্তার উপর মাটি পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও, বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হতে সময় লাগবে ২০২৫ সাল পর্যন্ত। সেইসাথে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকায়।