26.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রাম৩১ দফায় নারীর দৃপ্ত ঘোষণা — নেতৃত্বে রিকু, লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার

৩১ দফায় নারীর দৃপ্ত ঘোষণা — নেতৃত্বে রিকু, লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার

নিজস্ব প্রতিবেদক , সুসংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারীর দৃপ্ত অঙ্গীকার। কর্মশালার মঞ্চে একটাই সুর — “গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, স্বাধীনতা ও ন্যায়বিচার চাই।”

শনিবার দুপুরে সাতকানিয়ার ৩ নম্বর নলুয়া ইউনিয়নে সাতকানিয়া পৌরসভা ও সাতকানিয়া মহিলা দলের উদ্যোগে নেতা-কর্মীদের উজ্জ্বীবিত করতে আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন। ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিকে ঘিরে কর্মশালায় উপস্থিত ছিলেন ৫ শতাধিক নারীনেত্রী ও গণতন্ত্রপ্রিয় মানুষ। সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি মরিয়ম খাতুন, যিনি বর্তমানে উপজেলা মহিলা দলের সহ-সভাপতির দায়িত্বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু যিনি বহুবার নির্যাতিত, কারাবরণকারী, কিন্তু আপসহীন ও সাহসী।

তিনি বলেন, “রাজনীতি মানে আমার কাছে জনগণের পাশে থাকা, তাদের অধিকার ফেরানো। ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য আমি রাজনীতি করি।” তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের হামলা, মামলা ও দমন-পীড়ন আমাকে দমাতে পারেনি — পারবেও না ইনশাআল্লাহ।”

কর্মশালার প্রতিটি কণ্ঠে ছিল রিকুর জন্য দৃঢ় সমর্থন — “আমরা চাই রিকু আপা এবার সংসদে যাক — নেতৃত্ব দিক জাতীয় পর্যায়ে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আক্তার বলেন, “তিনি শুধু নেতা নন, তিনি একজন সংগ্রামী আদর্শ। তার মতো সাহসিনী নারীনেত্রী আজকের রাজনীতিতে দুর্লভ।”

বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয় — এটি একটি মুক্তির ম্যাপ, একটি ন্যায়ের রূপরেখা। তারা বলেন, এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ফিরবে মানুষের অধিকার, সুস্থ গণতন্ত্র ও নৈতিক রাজনীতি।

কর্মশালার শেষ ঘোষণা ছিল জোরালো ও প্রত্যয়ী — “নারীরা আর পিছনে নয়, তারা নেতৃত্বে, সংগ্রামে এবং গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আমরা একসাথে, আমরা সাহসী — তারেক রহমানের নির্দেশিত পথেই গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় আমরা অগ্রসর।”