31.2 C
Chittagong
শনিবার, ১৪ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামরেলস্টেশন থেকে টিকিটসহ ‘কালোবাজারি’ গ্রেপ্তার

রেলস্টেশন থেকে টিকিটসহ ‘কালোবাজারি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নতুন রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের মোট আটটি আসনের পাঁচটি টিকিট ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর আমান উল্লাহ দেশ বর্তমানকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে স্টেশনের ২ নম্বর কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে মোহাম্মদ সেলিম উদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। সেলিমের স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় বসবাস করছেন।

আটক ব্যক্তির কাছ থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ৪টি, চট্টলা এক্সপ্রেসের ১টি, পাহাড়িকা এক্সপ্রেসের ১টি, তূর্ণা নিশিতা এক্সপ্রেসের ১টি ও চাঁদপুর স্পেশাল ট্রেনের ১টি শোভন চেয়ার টিকিট পাওয়া গেছে।

তিনি বলেন, এবার চট্টগ্রাম স্টেশন থেকে কোন যাত্রীকে ছাদে এবং বিনা টিকিটে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। সারাক্ষণআরএনবি এ লক্ষ্যে কাজ করছে।

এদিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেছেন, তিনি এই টিকিটগুলো নিয়মিত কালোবাজারে বিক্রি করতেন। উদ্ধার করা তিন হাজার টাকাও এসব টিকিট বিক্রির বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শওকত হোসেন একটি অভিযোগপত্রের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করেন।

রেলওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বলেন, যাত্রীসাধারণ যাতে নির্ধারিত মূল্যে টিকিট কিনতে পারেন, সে জন্য কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।