31.2 C
Chittagong
শনিবার, ১৪ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামরোটারি ক্লাব গ্রেটার চিটাগং পরিদর্শনে রিপসা টিম

রোটারি ক্লাব গ্রেটার চিটাগং পরিদর্শনে রিপসা টিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল এডভাইজর (রিপসা) ডিস্ট্রিক্ট-৬৫ এর পিপি এস কে আজিম পিন্টুর নেতৃত্বে রোটারি ক্লাব গ্রেটার চিটাগং পরিদর্শন করেন।

শনিবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেইটস্থ জিন্নুরাইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রোটারি ক্লাব গ্রেটার চিটাগং এর কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে রিপসা টিম।

রিপসা টিমের এডভাইজর পিপি এস কে আজিম পিন্টু সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রিপসা টিমের কো-কোঅর্ডিনেটর পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, কো-কোঅর্ডিনেটর পিপি ইব্রাহিম হাসান, কো-কোঅর্ডিনেটর পিপি এডভোকেট শওকত আওয়াল চৌধুরী। অতিথি ছিলেন চিটাগং সিটি ক্লাবের পিপি কামরুল মোরশেদ তমাল ও আধুনিক চট্টগ্রাম ক্লাবের পিপি জামাল উদ্দিন আহমেদ।

পরিদর্শন শেষে পিপি এস কে আজিম পিন্টু বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের কর্মকান্ড রোটারি অঙ্গনে অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, এই ক্লাবের ম্যাজিক প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের নেতৃত্বে ক্লাবটির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ও পরিপক্ষ। ক্লাবটি নিয়মিত মিটিং ও মানবিক কার্যক্রম দৃশ্যমান। তাছাড়া সামাজিক ও মানবিক কর্মকান্ড গণমাধ্যেমে প্রকাশ পাওয়াও এক ধরনের কৃতিত্ব। আগামীতে এ ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

রিপসা টিমের কো-কোঅর্ডিনেটর পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী বলেন, রোটারি ক্লাব গ্রেটার চিটাগং ক্লাবটির সদস্যরা ঐক্যবদ্ধ ও সুসংহত। এটি একটি ১ম সারির ক্লাব। এ ক্লাবটি নতুন প্রজন্মের জন্য আদর্শ হিসাবে কাজ করছে। ক্লাবটির কর্মকাণ্ড অদুর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। আগামী ৩১ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাজিক অব রোটারি এ্যাওয়ার্ড-২০২৫ এ সকল রোটারিয়ানদের উপস্থিত থাকার আহ্বান জানানও তিনি।

এর আগে ক্লাবের প্রসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে নিয়মিত সভা ও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, ট্রেজারার মো. ইকরাম পাশা, মো. জাহাঙ্গীর কবির, মনসুর মিয়া, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসেন, রোটারিয়ান জামাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম বাদশা, আহমেদ ইসমাঈল, আব্দুল্লাহ আল মামুন, মো. হান্নান প্রমূখ। এসময় ক্লাব   প্রেসিডেন্ট ও পিপি এমদাদুল আজিজ চৌধুরী বলেন, মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখবে গ্রেটার চিটাগং।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে রোটারিয়ানরা রোটারি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে সভাপতি রোটারিয়ান এস এম জমির উদ্দিন সভার সমাপ্তি ঘোষণা করেন।