কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় ডাকাতি দমন করতে গিয়ে নিহত লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা করেছে পুলিশ, অন্যটির বাদী হয়েছে সেনাবাহিনী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া।
পুলিশ জানিয়েছে, ডাকাতি ও হত্যার অভিযোগে করা মামলাটির বাদী সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। মামলায় ছয়জন গ্রেপ্তার রয়েছেন।
তারা হলেন মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।
এরা প্রত্যেকেই ডাকাত দলের সদস্য। এদের মধ্যে চারজন সেনা কর্মকর্তা হত্যায় সরাসরি সম্পৃক্ত।