আগামী বছর হিউম্যানয়েড রোবট উৎপাদন ও ব্যবহার শুরু করবে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিষয়টি নিজেই জানিয়েছেন টেসলার মালিক মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক।
এক এক্স বার্তায় মাস্ক বলেছেন, টেসলার গাড়ি নির্মাণে কাজ করার জন্য আগামী বছর ‘প্রকৃত উপকারী’ হিউম্যানয়েড রোবট উৎপাদন শুরু হবে। এরপর ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে এসব রোবট যা অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করা হবে।
মাস্ক আরও জানিয়েছেন, সাধারণ ব্যবহারের জন্যও হিউম্যানয়েড রোবট তৈরি করা হবে। এক্ষেত্রে প্রতিটি রোবটের দাম হবে ২০ হাজার ডলারেরও কম।
ঘোষণাটি এমন এক সময়ে দেয়া হলো যখন টেসলার পক্ষ থেকে ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছে। কেননা প্রতিনিয়ত কোম্পানির গাড়ির চাহিদা কমছে।
জুন শেষে গত মঙ্গলবার (২৩ জুলাই) ত্রৈমাসিক রিপোর্টে টেসলা জানায়, কোম্পানিটির মুনাফা ২.৭ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে টেসলার পক্ষ থেকে বলা হয়, আমাদের মূল ফোকাস কোম্পানির ব্যয় কমানোর দিকে।” তবে কোম্পানিটির ব্যয় কমানোর পরেও মুনাফার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না।
মাস্ক আগেই জানিয়েছিলেন, তার অপ্টিমাস নামক রোবটটি কবে নাগাদ বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত হবে। ২০২১ সালে তিনি এক ঘোষণায় বলেন, তার আশা, টেসলা কারখানায় ব্যবহারের জন্য হিউম্যানয়েড রোবট তৈরি করা হবে।
২০২২ সালে প্রথম হিউম্যানয়েড রোবট অপটিমাস প্রকাশ্যে আনে টেসলা। অপটিমাস প্রায় ১.৭ মিটার লম্বা এবং এর ওজন ৫৬ কেজি।
সেই সময় মাস্ক বলেন, ‘মানুষের জন্য যে সব কাজ একঘেয়ে, বিরক্তিকর ও বিপজ্জনক, সেই কাজগুলো করাই হবে এই রোবটের মূল কাজ। মূলত বাড়িতে রান্না করা, ঘাস কাটা, বয়স্কদের দেখাশোনা করার মতো কাজগুলোর ক্ষেত্রে মানুষের পরিশ্রম কমানোর জন্য এই রোবটের নকশা তৈরি করা হয়েছে।’