18.9 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনজনপ্রিয় ব্যান্ডতারকা শাফিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

জনপ্রিয় ব্যান্ডতারকা শাফিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

সুসংবাদ ডেস্ক

জনপ্রিয় ব্যান্ডতারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার  (২৫ জুলাই) এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনাও জানান প্রধানমন্ত্রী।

মাইলস খ্যাত তারকার গত ২০ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি স্টেজ শোয়ে পারফর্ম করার কথা ছিল। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হার্ট অ্যাটাক হয়। তারপর তিনদিন লাইফ সাপোর্টে ছিলেন এ গায়ক।

এরপর বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে মৃত্যু হয় শাফিনের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতজগতে। এ তারকার মৃত্যুতে ইন্ডাস্ট্রির গায়ক ও সংগীত সংশ্লিষ্টসহ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমে।

প্রসঙ্গত, শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল। নিজের প্রচেষ্টায় শেখেন পাশ্চাত্য সংগীত।

১৯৭৯ সালে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। ১৯৮২ সালে প্রথম অ্যালবাম ‘মাইলস’ এবং ১৯৮৬ সালে ‘স্টেপ ফাদার’ দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে। এরপর ১৯৯১ সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ এই অ্যালবামের চাঁদ-তারা গানটি তখন বিপুল জনপ্রিয়তা পায়।

এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই অন্যতম সংগীত তারকা। চাঁদ তারা সূর্য, দরদিয়া, প্রথম প্রেমের মতো, জাদু, কতকাল খুঁজব তোমায়, ধি কি ধি কি, পাহাড়ি মেয়ে, পিয়াসি মন, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও-এর মতো তুমলু জনপ্রিয় গানগুলি আজও শ্রোতাপ্রিয়।