মরক্কোতে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। দেশটিতে ছয় দশকের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর। এখনও অনেকেই চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। জীবিতদের উদ্ধারে চলছে অভিযান।
এমন পরিস্থিতিতে মরক্কোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বহু দেশ। ওষুধ ও খাবারের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দিতেও প্রস্তুত এসব দেশ। খবর বিবিসি ও এপি’র।
ফ্রান্স
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মরক্কো সরকার অনুরোধ করলে ফ্রান্স সাহায্য পাঠাতে প্রস্তুত।
জি-২০ শীর্ষ সম্মেলন শেষে নয়াদিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সমস্ত প্রযুক্তিগত এবং নিরাপত্তা দলকে একত্রিত করেছি, মরক্কো কর্তৃপক্ষ চাইলেই আমরা কাজ শুরু করতে পারি।
স্পেন
স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাবাতের পক্ষ থেকে সাহায্যের জন্য স্পেনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। এরইমধ্যে ৫৬ জন উদ্ধারকারী এবং চারটি অনুসন্ধান কুকুর নিয়ে একটি বিমান মরক্কোর উদ্দেশে রওনা হয়েছে।
এক টুইটে মন্ত্রণালয় আরও জানিয়েছে, একটি এ৪০০ সামরিক বিমান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জারাগোজার একটি ঘাঁটি থেকে মারাকেশের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী দলটি স্পেনের সেনাবাহিনীর জরুরি ইউনিটের অন্তর্গত।
ইসরাইল
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মরক্কোর প্রতিরক্ষামন্ত্রীর সাথে ফোনে কথা বলছেন। ভূমিকম্প বিধ্বস্ত দেশটিকে “যতোটা প্রয়োজন” সহায়তা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তেল-আবিব।
গ্যালান্ট ইসরাইলি সামরিক বাহিনীকে মানবিক সহায়তা দেয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
পূর্বে নানা জটিলতা থাকলেও ২০২০ সালে ইসরাইল এবং মরক্কো দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে।
যুক্তরাষ্ট্র
মরক্কোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন কর্মকর্তারা মরক্কোর সাথে যোগাযোগ করেছেন এবং সহায়তা দেয়ার বিষয়ে কথা বলেছেন।
বাইডেন আরও বলেন, আমরা মরক্কোতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি এবং মরক্কোর জনগণের জন্য যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্র এই কঠিন মুহূর্তে মরক্কো এবং আমার বন্ধু রাজা ষষ্ঠ মোহাম্মদের পাশে দাঁড়িয়েছে।
চলতি বছরের শুরুতে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত দেশ তুরস্কও সহায়তার প্রস্তাব দিয়েছে। এছাড়াও জার্মানি, আলজেরিয়াসহ জাতিসংঘের একাধিক সদস্য দেশ মরক্কোর সাথে যোগাযোগ রেখেছে এবং সহায়তার বিষয়ে কথা বলেছে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে মরক্কোর পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৮ ভূমিকম্পটি আঘাত হানে।
মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলের অ্যাটলাস পর্বতমালা ঘেঁষা প্রদেশ আল হাউজের পার্বত্য শহর ইঘিলে, ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ মিটার গভীরে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত দুই হাজার ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আহত দুই হাজারের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষের অবস্থা গুরুতর।