26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামভারী বৃষ্টিপাতে আবারো তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল

ভারী বৃষ্টিপাতে আবারো তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল

সুসংবাদ ডেস্ক:

রাতের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে পানি জমে থাকায় পরীক্ষার্থী ও চাকরিজীবীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জলাবদ্ধতার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে বৃষ্টিতে নগরীর অলি-গলি পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে হালিশহর, আগ্রাবাদ সিডিএ ও শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, বহদ্দারহাট, বাদুরতলা, শুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, চকবাজার, বাকলিয়ার বিভিন্ন এলাকা, ফিরিঙ্গিবাজারের একাংশ, কাতালগঞ্জ, কেবি আমান আলী রোড, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, মুরাদপুরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলি পানিবন্দি হয়ে পড়ে।
সড়কে কোথাও কোথাও হাঁটু থেকে কোমরপানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় অনেক অটোরিকশা বিকল হয়ে যাচ্ছে। লোকজনকে কয়েক গুণ বাড়তি ভাড়ায় প্যাডেলচালিত রিকশায় চলাচল করতে হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৭৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ের মধ্যে পাহাড়ধসের আশঙ্কা আছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।