27.2 C
Chittagong
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যসরবরাহ কমায় বাড়ছে সবজির দাম

সরবরাহ কমায় বাড়ছে সবজির দাম

সুসংবাদ ডেস্ক:

দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির পর সবজির সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে প্রায় প্রতিদিনই বাড়ছে সবজির দাম। একেকদিন একেক সবজির দাম বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে নগরীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

গত সপ্তাহে বরবটি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়।

এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাঁকরোল বিক্রি হয়েছে ৬০ টাকায়, এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

নগরের বহদ্দারহাট কাঁচা বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২৪০ টাকা, লাউ ৫০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, শসা ৮০ টাকা, ক্ষিরা ১২০ টাকা, গাজর ১৫০ টাকা, টমেটো ১৬০ থেকে ১৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ টাকা, করলা ৭০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে সবজির সরবরাহ একেবারেই কমে গেছে। যে সবজিগুলো আসছে সেগুলো বাড়তি দামে কিনতে হচ্ছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

চকবাজারে প্রতিকেজি রুপচাঁদা মাছ ১ হাজার ৪০০, বাগদা চিংড়ি ৯৫০, পাবদা ৫০০, পোয়া মাছ ৪০০ থেকে ৫০০, কাতাল ২৮০, পাঙ্গাস ২০০, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হলেও শুক্রবার পণ্যটি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়।