26 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশজলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ডেঙ্গু: স্থানীয় সরকারমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ডেঙ্গু: স্থানীয় সরকারমন্ত্রী

সুসংবাদ ডেস্ক:

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবের কারণেই বাংলাদেশসহ সারা দুনিয়াতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। 

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ১৪৮টি দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হয়েছে; এরমধ্যে বাংলাদেশও আছে।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তাজুল বলেন, ‘মানুষ সচেতন না হলে সরকারের একার পক্ষে ডেঙ্গু পরিস্থিতি সামাল দেয়া কঠিন। তবে আমাদের চেষ্টার কোন ঘাটতি নাই।’

আর নির্মাণাধীন ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার যে নির্দেশ রয়েছে তা না মানলে ভবনের কাজ বন্ধ করে দেয়া ও আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী।

চলতি বছরের সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বুধবার। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৪৪ জন রোগী।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬৯ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৩৫২ জনের। এর আগে এক বছরে ডেঙ্গুতে কখনোই এত মানুষ মারা যাননি।

চলতি বছর ঢাকার পাশাপাশি সারাদেশেই এডিস মশা ছড়িয়ে পড়ার কথা উল্লেখ তাজুল বলেন. আর শহরাঞ্চলে এই মশার বিস্তার ঘটেছে মাত্রাতিরিক্ত পর্যায়ে।

স্থানীয় কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে কোনো গাফলতি করলে সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানান তিনি। গণমাধ্যমের প্রতিবেদন দেখলে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।