18.9 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে নিহত ৩৬

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে নিহত ৩৬

সুসংবাদ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপরাজ্যের মাউন্ট কাউন্টিতে ভয়াবহ দাবানলে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, দূরবর্তী একটি হারিকেন থেকে বয়ে আসা বাতাস দাবানলের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। দাবানলে শত শত ভবন ধ্বংস হয়ে গেছে। অনেক এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

পরিস্থিতর ভয়াবহতায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কয়েক হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার রাতে শুরু হওয়া এই দাবানলে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডেরও কিছু অংশ পুড়ে গেছে। সেখানে কয়েক হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে অঙ্গরাজ্য প্রশাসন জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, কিছু মানুষ আগুনের শিখা ও ধোঁয়ার কবল থেকে বাঁচতে অনেকে প্রশান্ত মহাসাগরেও ঝাঁপ দিয়েছেন। মার্কিন কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে।

দুর্গত মানুষদের উদ্ধারে তৎপরতা চলছে। আগুন নেভাতে হেলিকপ্টারে থেকে পানি ছিটানো হচ্ছে।