26 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাবিশ্বকাপে বদলে গেলো বাংলাদেশের তিন ম্যাচের সূচি

বিশ্বকাপে বদলে গেলো বাংলাদেশের তিন ম্যাচের সূচি

সুসংবাদ ডেস্ক:

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো বদল আসতে পারে ক্রিকেট বিশ্বকাপের সূচিতে। অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশকাপের ৯টি ম্যাচের সূচি পরিবর্তন করলো। যেখানে রয়েছে বাংলাদেশের তিনটি ম্যাচ।

কী কারণে সূচি পরিবর্তন হয়েছে এ ব্যাপারে কিছু জানায়নি আইসিসি। তবে ভারতে দুটি ধর্মীয় উৎসবের সময় খেলা থাকায় আইসিসিকে অনুরোধ করা হয়েছিলো সূচিতে পরিবর্তন আনার জন্য।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির নতুন সূচিতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ১২ অক্টোবরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ তারিখ। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর হবে। দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান খেলার দিন ১৪ অক্টোবর নির্ধারিত ছিল, সেটি হবে ১৫ অক্টোবর।

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটি ১৪ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর দিবারাত্রির খেলায় পরিবর্তিত হয়েছে। ধর্মশালায় ইংল্যান্ড-বাংলাদেশের খেলাটি ১০ অক্টোবরই হবে, তবে পরিবর্তন হচ্ছে সময়ে। দিনের ম্যাচ থেকে এটি দিবারাত্রির ম্যাচ হবে।

১২ নভেম্বরের দুটি ম্যাচ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ১১ নভেম্বর হবে।

বিশ্বকাপের লিগ পর্যায়ের খেলা এখন ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর বেঙ্গালুরুতে নেদারল্যান্ডস বনাম ভারতের খেলার মাধ্যমে শেষ হবে।

১৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী নবরাত্রি উৎসব। তাই সেদিন নির্ধারিত থাকা ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে প্রস্তাব করেছিলো আহমেদাবাদ পুলিশ। সেই সাথে বিসিসিআইয়ের কাছে বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা-সিএবি। কারণ ওই দিন কলকাতায় দীপাবলি উৎসব। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো ক্রিকেট বিশ্বকাপের সূচিতে পরিবর্তন করতে যাচ্ছে আইসিসি।

দুটি বড় ইভেন্ট একইদিনে হলে নিরাপত্তাজনিত জটিলতা সৃষ্টি হতে পারে তাই সূচি পরিবর্তনের অনুরোধ করা হয়েছিলো।