এখনও সচল হয়নি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কসাইপাড়া পাঠানিপুল এলাকায় দীর্ঘ এক কিলোমিটার সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) ভোর থেকে এই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিছু কিছু যানবাহন বিকল্প সড়ক বাঁশখালী হয়ে কক্সবাজার এবং চট্টগ্রাম শহরে আসা যাওয়া করছে।
দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ‘চন্দনাইশের কসাইপাড়া পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশ কিছু অংশ পানিতে ডুবে গেছে। এ কারণে সোমবার রাত থেকে যানবাহন চলাচল কমে গেছে। মঙ্গলবার ভোর থেকে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। সড়কের কিছু অংশ পানিতে ডুবে থাকায় এখনও যানবাহন চলাচল সচল হয়নি।’
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখনও পানিতে ডুবে আছে। গতকালের চেয়ে পানি কিছুটা কমলেও এখনও সচল হয়নি যানবাহন চলাচল।’
সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বাসিন্দা মো. মিজানুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অনেক স্থান এখনও পানিরে নিচে। এর মধ্যে চন্দনাইশের কিছু এলাকায় পানি বেশি থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সাতকানিয়া কেরানির হাট, লোহাগাড়া আমিরাবাদসহ একাধিক স্থানে এ সড়কের ওপর পানি রয়েছে। সিএনজি অটোরিকশাসহ ছোট যানবাহন সড়কে নামতেও পারছে না। মানুষ এখনও নৌকা নিয়ে যাতায়াত করছে।’
চন্দনাইশ উপজেলার বাসিন্দা আবিদুর রহমান বাবুল জানান, টানা বৃষ্টিতে চন্দনাইশ উপজেলায় বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কসাইপাড়া পাঠানিপুল এলাকায় সড়কের ওপর কোমর সমান পানি জমেছে। এ কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্তত এক কিলোমিটার এলাকায় পানি রয়েছে। সড়কের দুই পাশে কক্সবাজারগামী এবং চট্টগ্রামগামী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গাড়িগুলো পানি কমার অপেক্ষায় রয়েছে।