26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন আজ

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন আজ

সুসংবাদ ডেস্ক:

পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আনুষ্ঠানিক আবেদন করবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্থানীয় সময় মঙ্গলবার তিনি জানান, আজ বুধবার জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আবেদন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, ‘বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর আমি বুধবার (আজ) জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে একটি সারসংক্ষেপ পাঠাব।’ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেছেন, তিনি বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে রাষ্ট্রপতি ড. আরিফ আলভিকে চিঠি দেবেন।

তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমার সরকার মেয়াদ পূর্ণ করবে এবং (সাংবিধানিক নিয়মগুলো পূরণ করার পরে) আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব।’

মিডিয়া সংস্থাগুলোর সঙ্গে এক পৃথক বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিধানসভা ভেঙে দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচনের বিষয়ে ভবিষ্যৎ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হবে। তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত বলে সব দল ঐক্যবদ্ধ। এর আগে শেহবাজ শরিফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের তিন দিন আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র : ডন