26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষাতথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

সুসংবাদ ডেস্ক:

তৃতীয় আইআইকেএম ২০২৩ এর বিষয়বস্তু হল ‘Inclusive and Equitable Access to Information for Smart Society’। 

৩ অগাস্ট  অনলাইন সেশন অনুষ্ঠিত হয়। সেখানে ইফলার নির্বাচিত প্রেসিডেন্ট  ভিকি ম্যাকডোনাল্ড এবং টাল্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  সারজে ভির্কাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. দিলারা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিলিয়ান অলিভার।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত প্রধান অতিথিসহ অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি ও কনফারেন্স চেয়ার সম্মেলনের প্রসেডিং উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে একটি উন্নত দেশ গড়ে  তুলতে সবার জন্য সমানভাবে তথ্যের ব্যবহার করার অধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং আয়োজকের উদ্যোগের কথাও স্বীকার করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোট ৮০০ জন লোক অংশগ্রহণ করেন। কারিগরি অধিবেশন শুরু হয় ৫ আগস্ট এবং ৪২টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এই সেশনগুলিতে তথ্য এবং জ্ঞান ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হবে এবং আলোচনা করা হয়।

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, এবং ভারতের গবেষকগণ তাদের নিজ নিজ দেশের অন্তর্দৃষ্টি, অনুশীলন এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য সম্মেলনে অংশ নেন।