এক শিশুসহ ১৭ জনকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন এক ফরাসি মুসলিম তরুণ। গত শুক্রবার ফ্রান্সের একটি ভবনে আগুন লাগলে সেই মুসলিম তরুণ ভেতরে থাকা ১৭ জনকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হন। ফ্রান্স ব্লু রেডিও সূত্রে আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
খবরে জানা যায়, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রোমান-সুর-ইসেরে এলাকার একটি দোতলা ভবনে আগুনের ঘটনা ঘটে। এ সময় ইজ্জুদ্দিন হামদি নামে এক তরুণ দমকলকর্মীদের আসার আগেই ভবনে ঢুকে পড়েন। আগুন ও ধোঁয়ার মধ্যে একটি মই ব্যবহার করে জানালা দিয়ে ভবনে প্রবেশ করে এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেন তিনি।
স্থানীয় এক বেকারিতে কাজ করা হামদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হন।
তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পদক লিজিয়ন অব অনার দেওয়ার দাবি জানান নেটিজেনরা।
ব্যাপটিস্ট ডেভিস অগ্নিনির্বাপকদের এক কর্মী জানান, ক্রুরা আসার পর তারা ভবনের ৫-৬ মিটার (১৬-২০ ফিট) উচ্চতার আগুন জ্বলতে দেখেছিলেন।
সূত্র : আনাদোলু এজেন্সি