মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে।
সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি ) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়। খবর: রয়টার্স।
এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই বিশ্লেষকরা বলছেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরপিভির খবরে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুই- পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি- এ কারণ দেখিয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয়মাস বাড়ানোর ঘোষণা দেন যা ১ আগস্ট ২০২৩ থেকে কার্যকর হবে।
সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর জরুরি অবস্থা জারি করেছিল।
এ বছর জুলাইয়ে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ প্রেক্ষিতে ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) বৈঠকে বসে।
এদিকে, এর আগে সামরিক সরকার আগস্টে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কারণে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে।