31.7 C
Chittagong
রবিবার, ১৬ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদপ্রবাসদ.আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত সজিবের মৃত্যু

দ.আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত সজিবের মৃত্যু

প্রবাস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত প্রবাসী বাংলাদেশি সজিব বড়ুয়া আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এক মাসেরও বেশি সময় দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২৮ জুলাই) তার মৃত্যু হয়।

রোববার (৩০ জুলাই) সজিব বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বুড্ডিস্ট কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি শৈবাল বড়ূয়া।

তিনি বলেন, মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মামলার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী করণীয় জানাব।

এর আগে, গত ২৪ জুন জোহানেসবার্গে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে ডাকাতির সময় সজিব বড়ুয়াকে গুলি করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

নিহত সজিবের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার নানুপুর গ্রামে।

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কেপটাউনসহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় আট বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।