26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন স্টুয়ার্ট ব্রড

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন স্টুয়ার্ট ব্রড

সুসংবাদ ডেস্ক:

বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টানলেন স্টুয়ার্ট ব্রড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ এ তারকা পেসার। শনিবার অ্যাশেজে ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলোচনায় এ ঘোষণা দেন তিনি।

চলতি অ্যাশেজের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। আর এমন দিনেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্টের পাশাপাশি ১২১টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রড।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ব্রডের নামের পাশে জ্বলজ্বল করছে ৮৪৩টি উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্ত জানান তিনি।

এ সময় ব্রড বলেছেন, এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক বড় অর্জন ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি। এই সিরিজ শেষে আমার মনে হয়েছে, আমি অনেক উপভোগ করেছি এবং বিনোদন দিতে পেরেছি।