চলতি বছরের ২৮ মার্চ প্রথম সন্তানের মা হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চার মাস পর ফের মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি- এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, দেশের কিছু অনলাইন পোর্টালে খবরও প্রকাশ হয়।
এতোকিছুর পেছনে রয়েছে অভিনেত্রীর একটি রহস্যমজয় ফেসবুক স্ট্যাটাস। মাহি লিখেছিলেন, ‘আমি তুমি আর আমাদের ২টা ফুল।’ আর এতেই রহস্যের ধোঁয়া ওঠে।
অনেকেই ধরে নেন মাহি ফের মা হতে চলেছেন। যা অনলাইন সংবাদ মাধ্যমেও উঠে আসে। কিন্তু আসলেই কি তাই? এ বিষয়ে মাহির স্বামী রকিব সরকারের কাছে জানতে চাইলে সরাসরি বিষয়টি নাকচ করে দেন।’
তিনি বললেন, ‘এটা সত্য নয়। যেসব খবর ছড়িয়েছে তা সস্পূর্ণ মিথ্যা।’
এছাড়া মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সাথে জানিয়ে দিতাম।’
তাহলে ফেসবুকে ঐ স্ট্যাটাসের অর্থ কী? এই প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি তুমি আর আমাদের ২ টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।’
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই।