29.7 C
Chittagong
রবিবার, ১৬ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজসৌদি আরবকেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা

সৌদি আরবকেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা

সুসংবাদ ডেস্ক

২০২২ সালে বিশ্বকাপের আগে ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়ে ছিল কাতারের বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত সব বিতর্ক পেছনে ফেলে সাফল্যের সঙ্গে বৈশ্বিক এই আসর আয়োজন করে এশিয়ার দেশটি। 

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের বিপক্ষে কোনো দেশ বিড না করায় তখনি অনেকটাই নিশ্চিত হয়ে যায় আয়োজক স্বত্ব পাওয়া। কিন্তু কাতারের মতো সৌদি আরবের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে।এতে তৈরি হয় বিতর্ক। বুধবার অনলাইন কংগ্রেসে সৌদি আরবকেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিফা।

আয়োজক স্বত্ব পাচ্ছে এটা ধরে নিয়েই সৌদির রাজধানী রিয়াদে উৎসবে মাতেন দেশটির ফুটবলপ্রেমীরা। সন্ধ্যা থেকেই রিয়াদ শহরে জড়ো হতে থাকেন তারা।

আনুষ্ঠানিক ঘোষণার পর তাদের আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। সব মিলিয়ে ২৩টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে। কিন্তু এটি এখনো নির্মীয়মাণ।

২০৩২ সালে শেষ হবে নির্মাণকাজ। গরমের বিষয়টি বিবেচনায় রেখে কাতারের মতো শীতের সময়ে হতে পারে এই বিশ্বকাপ।

২০৩০ বিশ্বকাপের আয়োজকের নামও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিফা। তিন মহাদেশের ছয়টি দেশে আয়োজন হবে ২০৩০ বিশ্বকাপ। ইউরোপের পর্তুগাল ও স্পেন, আফ্রিকা মহাদেশের মরক্কো আর দক্ষিণ আমেরিকার তিন প্রতিবেশী দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম ঘোষণা করেছে ফিফা।

মূলত আয়োজক হিসেবে থাকবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। কিন্তু ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি হতে যাচ্ছে। যে কারণে প্রথম বিশ্বকাপের আয়োজক দেশ উরুগুয়েতে হবে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ। এর পরের ম্যাচ দুটি হবে যথাক্রমে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর বাকি সব ম্যাচ হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোতে।