31.2 C
Chittagong
শনিবার, ১৪ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতপালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মামলা, দুই পুলিশ সদস্য বরখাস্ত

পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মামলা, দুই পুলিশ সদস্য বরখাস্ত

সুসংবাদ ডেস্ক

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ বাদী হয়ে এ মামলা করেন। একইসঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজ ও কাজল নামে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের বলেন, ‘আসামি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে তাদের অপরাধ প্রমাণিত হলে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিভাগীয় মামলা করা হবে। এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

জানা যায়, গত ১৬ নভেম্বর হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফুর ইসলাম আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে তিনি আদালত থেকে পালিয়ে যান। তখন আসামির দায়িত্বে ছিল পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল। তবে তাদের চোখ ফাঁকি দিয়ে ওই আসামি পালিয়ে যান।