26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতসুপ্রিম কোর্টে ৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টে ৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুসংবাদ ডেস্ক

সুপ্রিম কোর্টে সরকার এবং রাষ্ট্রের পক্ষে আইনি ও বিচারিক দায়িত্ব পালনে ২২৭ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। তারা সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী।

বুধবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এই নিয়োগের দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে।

সলিসিটর রুনা নাহিদ আকতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না হওয়া পর্যন্ত তারা এই পদে বহাল থাকবেন।

শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের বেশির ভাগ পর্যায়ক্রমে পদত্যাগ করেন।

এর মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করেন রাষ্ট্রপতি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর অ্যাটর্নি জেনারেল, তিনজন অতিরিক্ত অ্যাটর্নি ও ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।