দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তবে বেশ কয়েক বছর ধরেই তিনি ছিলেন কোণঠাসা। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই এমনটা হয়েছে। এদিকে ৫ আগস্ট সরকার পতনের পর দেশে ফিরেছেন প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান।
দীর্ঘ ছয় বছর পর গত ১৮ আগস্ট দুপুরে দেশে আসেন তিনি।
এই সাংবাদিক ও শিল্পীর দেখা হয়েছে গতকাল। তাদের সাক্ষাতের একটি ছবি সোমবার (১৯ আগস্ট) রাতে ফেসবুকে শেয়ার করেছেন শিল্পী আসিফ আকবর।
ক্যাপশনে লিখেছেন, শ্রদ্ধেয় শফিক রেহমান, খুশির খবর, বেগম খালেদা জিয়া জীবিত আছেন।
তিনি স্বৈরাচারের পতন দেখতে পেরেছেন।
আসিফ আরো লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা এতেই আনন্দিত। ভালোবাসা অবিরাম।’
সাক্ষাৎকালে আসিফ আকবর নিজের আত্মজীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ শফিক রেহমানের হাতে তুলে দেন।
ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন। মিঠুন রায় নামে একজন লিখেছেন, উনি আমার পছন্দের মানুষ, উনার কথা আমার খুব ভালো লাগে। মাসুম বিল্লাহ লিখেছেন, সবার মঙ্গল হোক।, ইশতিয়াক আহমেদ লিখেছেন, লাল গোলাপের শুভেচ্ছা।