অর্ধশতাধিক বেঞ্চ নিয়ে রবিবার (১৮ আগস্ট) বিচারকার্যে বসবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ বিভাগের বিচারকাজে গত ১৫ আগস্ট ৫৪টি বেঞ্চ গঠন করেন। সে অনুযায়ী রবিবার ২৭টি একক ও ২৪টি দ্বৈত বেঞ্চ বিচারকাজে বসবে। আর তিনটি বেঞ্চ শূন্য থাকবে।
এ ছাড়া সপ্তাহে তিন দিন আপিল বিভাগের চেম্বার আদালতে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক কার্যতালিকায় এসব তথ্য জানা গেছে।
এর আগে গত ৪ আগস্ট ৫৩টি বেঞ্চে বিচারকাজ হয়েছিল। পরদিন ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমন পরিস্থিতিতে কার্যত বন্ধ হয়ে যায় দেশের বিচার বিভাগ। সীমিত পরিসরে অধস্তন আদালতের কাজ চললেও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কাজই বন্ধ ছিল। এর মধ্যে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে সড়ে দাঁড়ান সাবেক বিচারপতি ওবায়দুল হাসান। তার সঙ্গে পদত্যাগ করেন আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি।
ওই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারক সৈয়দ রেফাত আহমদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এরপর হাইকোর্টের আরো চার বিচারককে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়।
নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ১১ আগস্ট হাইকোর্টের বিচারকাজে আটটি বেঞ্চ গঠন করেন। এর মধ্যে পাঁচটি ছিল দ্বৈত বেঞ্চ এবং একক বেঞ্চ ছিল তিনটি। ১২ আগস্ট থেকে বিচারে বসে এসব বেঞ্চ।
এদিন আরো একটি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এর তিন দিনের মাথায় গত ১৫ আগস্ট ৫৪টি বেঞ্চ গঠনের সিদ্ধান্ত আসে প্রধান বিচারপতির দপ্তর থেকে। সে অনুযায়ী আগামীকাল রবিবার হাইকোর্টের বিচারকাজ শুরু হবে।
সপ্তাহে তিন দিন আপিল বিভাগের চেম্বার আদালতে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এ বিষয়ে গত ১৫ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেখানে বলা হয়েছে, প্রতি রবি, সোমবার ও বুধবার দুপুর সোয়া ২টা থেকে চেম্বার আদালতের কার্যক্রম চলবে। বিচারকাজে থাকবেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।