23.8 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামহামাস প্রধানের হত্যার ঘটনায় ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের

হামাস প্রধানের হত্যার ঘটনায় ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের

সুসংবাদ ডেস্ক

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। সৌদি আরব, কাতার, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাদা ফোনালাপেও এই আহ্বান জানান ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। 

স্থানীয় সময় বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত হন হামাস প্রধান। এ ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরানিরা।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, দখলদার ইসরাইল সমস্ত রেড লাইন লঙ্ঘন করে ভয়াবহ সন্ত্রাসী আগ্রাসনের মাধ্যমে ইসমাইল হানিয়াকে শহীদ করেছে এবং ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে দখলদার ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার ঝুঁকি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ইসরাইলের এই এই ঘৃণ্য আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার নিজের মতো করে ব্যবস্থা নেয়ার বৈধ অধিকার রাখে। ইসমাইল হানিয়ার শাহাদাত এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রেক্ষাপটে ওআইসির জরুরি বৈঠকে বসা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

সৌদি আরব, কাতার, তুরস্ক এবং মিশরের মন্ত্রীরা হামাস নেতার গুপ্তহত্যার ঘটনায় কঠোর নিন্দা জানান এবং সবাই স্বীকার করেন যে, ইরান তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার রাখে।

ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ওআইসি’র জরুরি বৈঠক ডাকার প্রতি সমর্থন জানান এবং ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় ওআইসির পক্ষ থেকে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন।

ওআইসির জরুরি বৈঠকের বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিও সমর্থন জানিয়েছেন।

এর আগে স্থানীয় সময় বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত হন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বরাতে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে ও প্রেসটিভি জানায়, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালায় ইসরাইল। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন।

ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।