26 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ড্রোন ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ

ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ড্রোন ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ

সুসংবাদ ডেস্ক

লেবাননের সামরিক গ্রুপ হিজবুল্লাহ বুধবার ইসরায়েলি সামরিক বিমানঘাঁটির বিস্তারিত ড্রোন ফুটেজ প্রকাশ করেছে। রামাত ডেভিড নামের ঘাঁটিটি হাইফা শহরের উত্তরে অবস্থিত।

হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলের ফুটেজে রামাত ডেভিডকে ইসরায়েলের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি’ ও ‘উত্তরে একমাত্র সামরিক বিমানঘাঁটি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভিডিওতে বেস হেডকোয়ার্টার, আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম প্ল্যাটফরম, একটি যোগাযোগ গম্বুজ ও অন্যান্য অবকাঠামো দেখানো হয়েছে।

হিজবুল্লাহর মতে, এই ঘাঁটিতে যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার, পরিবহন ও উদ্ধারকারী হেলিকপ্টার, সামুদ্রিক নজরদারি হেলিকপ্টার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা রয়েছে। লেবানন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিটির সাড়ে আট মিনিটের ভিডিওটি এক দিন আগে রেকর্ড করা হয়েছিল।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, ঘাঁটির কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হয়নি। হিজবুল্লাহর প্রকাশিত ভিডিওটি শুধু ফটোগ্রাফির উদ্দেশ্যে মনুষ্যবিহীন বিমান দিয়ে ধারণ করা হয়েছে।

তাদের বিমানবাহিনী ইসরায়েলের আকাশসীমা রক্ষার জন্য সব উপায় ব্যবহার করছে ও তা চালিয়ে যাবে।

এটি প্রথমবার নয় যে লেবানিজ গোষ্ঠীটি তার নজরদারি ড্রোনের মাধ্যমে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ফুটেজ প্রচার করেছে। এ ছাড়া গত অক্টোবর থেকে দুই দেশের আন্ত সীমান্ত হামলার কারণে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বেড়েছে। গাজায় মারাত্মক ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে এই উত্তেজনা দেখা দিয়েছে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩৯ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯০ হাজার জন আহত হয়েছে৷

সূত্র : মিডল ইস্ট মনিটর, টাইমস অব ইসরায়েল