26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকইসরাইলি গণহত্যা: ২৪ ঘণ্টায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি গণহত্যা: ২৪ ঘণ্টায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত

সুসংবাদ ডেস্ক

গাজার খান ইউনিসের পর রোববার একটি গির্জা-চালিত স্কুলে এবং সোমবার আল-নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আরেকটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। 

ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও তিন শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গাজাস্থ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, চলমান ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ জন নিহত এবং ২১৬ জন আহত হয়েছেন।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে।  আর আহতের সংখ্যা পৌঁছেছে ৮৯ হাজার ৯৭ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেশ কিছু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে এবং তীব্র আক্রমণের কারণে ত্রাণ ও সাহায্য সংস্থাগুলো তাদের খুঁজে বের করতে এবং স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করতে পারছে না।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার উদ্দেশে ইসরাইলি বাহিনী গাজায় দীর্ঘ ৯ মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে আসছে। তবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গণহত্যা চালানো ছাড়া বর্বর ইসরাইলি সরকার কিছুই অর্জন করতে পারেনি। সূত্র: আল-মায়াদিন