26 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাএইচপির ব্যাটার জিসানের ৭৮ বলে ১২৭, আফিফের ১০৩ ও আকবরের ১০২

এইচপির ব্যাটার জিসানের ৭৮ বলে ১২৭, আফিফের ১০৩ ও আকবরের ১০২

সুসংবাদ ডেস্ক

২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ টাইগার্স ও হাই পরফরম্যান্স ইউনিট। যার প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয় দু’দল। যেখানে বাংলাদেশ টাইগার্সের বোলারদের পিটিয়ে ছাতু বানান এইচপির ব্যাটাররা। ওপেনার জিসান আলন ৬টি চার ও ১৩টি ছয়ে ৭৮ বলে ১২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

এরপর আফিফ হোসেনের ৭৪ বলে ১০৩ ও আকবর আলীর ৭৪ বলে অপরাজিত ১০২ রানের সুবাদে স্কোরবোর্ডে ৫ উইকেটে ৪০৩ রানের পাহাড় জমায় এইচপি। পরে ম্যাচটি ১৩৭ রানে জেতে তারা।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৯ রান তোলেন জিসান ও তানজিদ হাসান। ৪৯ বলে ৪৮ রান করে তানজিদ আউট হলে ভাঙে এই জুটি।

এরপর মাহফুজুল রহমান ও প্রীতম কুমার সুবিধা করতে পারেননি। তবে অন্য প্রান্তে তাণ্ডব চালাতে থাকেন জিসান। ইনিংসের ২৭তম ওভারে এই ওপেনার ফিরলে পঞ্চম উইকেটে আফিফ-আকবর জুটিতে আসে ১৮৯ রান। আফিফ সেঞ্চুরি পূর্ণ করে রান আউট হলেও অপরেয়াজিত থাকেন আরেক সেঞ্চুরিয়ান আকবর।

টাইগার্সের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৬ ওভারে ৫১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। মেহেদী হাসান মিরাজ ১ উইকেট পেলেও ৬ ওভার দেন ৫২ রান। লেগ স্পিনার মেহেদী হাসান সোহান ৩ ওভারে ৪১ রান খরচ করেন।

লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি টাইগার্স। ওপেনার এনামুল হক বিজয় আউট হন ১ রান করে।

আরেক ওপেনার নাঈম শেখ প্রয়োজনের সঙ্গে তাল মেলাতে পারেননি, ৫৫ বলে ৪৯ রান করেন তিনি। এছাড়া মিরাজ ৩৮, ইয়াসির আলী রাব্বি ৩০ ও নাঈম হাসান ৩০ রান করেন। মুমিনুল হক থামেন ২৬ রানে। ৪৭.২ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায় টাইগার্সের ইনিংস। এইচপির হয়ে ১০ ওভারে ৪৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম।