26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষাবহিরাগতদের বের করতে ঢাবিতে পুলিশ মোতায়েন : প্রক্টর

বহিরাগতদের বের করতে ঢাবিতে পুলিশ মোতায়েন : প্রক্টর

সুসংবাদ ডেস্ক

ক্যাম্পাস এবং আসাসিক হল থেকে বহিরাগতদের বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। তিনি বলেছেন, ‘ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের হলে পাঠানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

কত জন শিক্ষার্থী আহত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন প্রক্টর বলেন, ‘কতজন শিক্ষার্থী আহত হয়েছেন, তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীকে সুচিকিৎসা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে মেডিক্যাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। 

সার্বিক বিষয় নিয়ে জরুরি বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল ৫টায় এ সভা শুরু হয়। এ সময় বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তগুলো হলো শিক্ষার্থীরা স্ব-স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।