অবরুদ্ধ গাজা উপত্যকায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ। গাজার হাজারো মানুষ বারবার বাস্তুচ্যুত হওয়ায়, এতো বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
গাজার সরকারি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে কমপক্ষে ৭১ হাজার ৩৩৮ জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ সরবরাহে বাধা দেওয়ায় গাজায় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।
এদিকে, ইসরাইলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার পুরো উপত্যকা। আল-মাওয়াসি শরণার্থী শিবির থেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে মৃত ও আহতদের তালিকা অন্তর্ভুক্তির কাজ চলছে।
আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ দ্বারা যাচাইকৃত ভিডিও ফুটেজে হাসপাতালটিতে হতাহতের ছড়াছড়ি দেখা গেছে।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস যোদ্ধাদের হামলায় এই যুদ্ধের সূত্রপাত। ইসরাইলি পরিসংখ্যান অনুসারে, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন বেসামরিক নাগরিক ও সেনাকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে এ পর্যন্ত গাজা উপত্যকায় প্রায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উপকূলীয় ঘনবসতিপূর্ণ ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।