সুপারস্টার নায়িকা শাবনূরের বিপরীতে ‘গোলাম’ সিনেমায় প্রথম অভিনয় করেন শাকিব খান ২০০০ সালে। একই বছর ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শাকিব খান। এই সিনেমাটি সুপারহিট হলে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাকিব খানকে।
২০০১ সালে শাবনূর ও শাকিব খান জুটি অভিনয় করেন ‘নাচনেওয়ালী’ ও ‘সপ্নের বাসর’ সিনেমা দুইটিতে। আর এই দুইটি সিনেমার গান বেশ হিট হয়েছিলো।
২০০২ সালে ত্রিভূজ প্রেমের দুইটি সিনেমায় দেখা গেছে শাকিব খান ও শাবনূরকে। একটি সিনেমার নাম ‘সবার উপরে প্রেম’ অন্যটির নাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। দারুণ ব্যবসাসফল এই সিনেমাগুলোতে আরও ছিলেন ফেরদৌস ও রিয়াজ।
২০০৩ সালে শাবনূর শাকিব খান জুটি উপহার দেয় তিনটি সিনেমা ‘প্রাণের মানুষ’, ‘নয়ন ভরা জল’ এবং ‘প্রেম সংঘাত’। ‘নয়ন ভরা জল’ সিনেমায় এই জুটির লিপে ‘সবকিছুরই শুরু আছে’ গানটি দারুণ শ্রুতিমধুর।
২০০৪ সালে শাবনূর শাকিব খান জুটির মাত্র একটি সিনেমা মুক্তি পায়, সিনেমাটির নাম ‘হৃদয় শুধু তোমার জন্য’। এতে আরেক নায়কের চরিত্রে ছিলেন ছোট পর্দার অভিনেতা শাহেদ শরীফ খান।
শাকিব খানের জন্য ২০০৫ সবচেয়ে সৌভাগ্যের সাল। এ বছর ‘আমার স্বপ্ন তুমি’ সিনেমায় সাইকো প্রেমিক চরিত্রে শাকিব খান নিজের অভিনয়ের কারিশমা দেখান। সুপারহিট এ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলের শাবনূর। এছাড়া এ বছর এই জুটির আরও দুইটি সিনেমা মুক্তি পায়- একটির নাম ‘মায়ের মর্যাদা’ এবং অন্যটির নাম ‘জন্ম’।
২০০৬ সালে শাবনূর-শাকিব খান জুটির দুইটি সিনেমা মুক্তি পায়। এই দুইটি সিনেমা ‘রঙ্গিন রসের বাইদানী’ এবং ‘ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া’।
২০০৭ সালে শাবনূর-শাকিব জুটির সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেলেও একটি ব্যতীত বাকি সিনেমাগুলো আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এ বছর এই জুটির পাঁচটি সিনেমা মুক্তি পায়। সেই পাঁচটি সিনেমার নাম ‘কপাল’, ‘কঠিন প্রেম’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘ভালোবাসার দুশমন’ এবং ‘আমার প্রাণের স্বামী’। এরমধ্যে শুধু ‘আমার প্রাণের স্বামী’ হয় সুপারহিট।
২০০৮ সালে শাকিব-শাবনূর জুটি একের পর এক হিট সিনেমা উপহার দেয়। ২০০৮ সালে এই জুটির তিনটি সিনেমা মুক্তি পায়- ‘এক টাকার বউ’, ‘তোমাকে বউ বানাবো’, ‘সমাধি’। এই তিনটি সিনেমার মধ্যে ‘এক টাকার বউ’ সুপারহিট সিনেমার ক্লাবে নাম লেখায়।
২০০৯ সালে শাকিব খান ও শাবনূর জুটির দুইটি সিনেমা মুক্তি পায়। একটি সিনেমার নাম ‘স্বামী স্ত্রীর ওয়াদা’, অন্যটির নাম ‘বলবো কথা বাসর ঘরে’। এরপর এই জুটিকে একসাথে আর কোনো সিনেমায় দেখা যায়নি।
শাবনূরের সাথে সালমান শাহ ও রিয়াজের মতো শাকিব খানেরও জুটি গড়ে উঠেছিলো। ঢাকাই সিনেমায় এই জুটির রসায়নে মুগ্ধ হয়েছে কোটি দর্শক।