মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চলছে প্রবাসীদের গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবারও দেশটির মাহবুলা এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় বহুসংখ্যক আবাসিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
এর আগে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গত সোমবার ভোর থেকে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু হয়। যার নাম দেয়া হয়েছে ‘ব্লাক মান্ডে ডাউন’।
গ্রেপ্তারকৃতদের চার দিনের মধ্যে নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে আজীবনের জন্য কুয়েতে পুনঃপ্রবেশ এবং উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য পুনঃপ্রবেশ নিষিদ্ধ করা হবে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা আইন লঙ্ঘন করবে তাদের যারা আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুয়েতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করেছেন যে, গ্রেফতার অভিযান ২৪ ঘণ্টা চলবে। কেউ পালাতে পারবে না। অবৈধদের গ্রেফতারক করতে প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হবে।
আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়ছে, গত ১৭ মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ ৩০ জুন শেষ হয়।
দেশটিতে তিন মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে ৬৫ থেকে ৭০ হাজার মানুষ।