18.9 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম আইন কলেজ শিক্ষার্থীদের অন্যরকম কাপ্তাই ভ্রমণ

চট্টগ্রাম আইন কলেজ শিক্ষার্থীদের অন্যরকম কাপ্তাই ভ্রমণ

জে এইস ই

‘চলো বন্ধু ঘুরে আসি প্রকৃতির সান্নিধ্যে’ স্লোগানে চট্টগ্রাম আইন কলেজ ২১-২২ সেশনের (শেষ বর্ষের) শিক্ষার্থীরা ব্যতিক্রমধর্মী আনন্দ ভ্রমণ করলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি কাপ্তাইয়ে।

শনিবার (৯ মার্চ) সকালে নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্য কলেজের লোগো সম্বলিত টি-শার্ট পরে অর্ধশত শিক্ষার্থীর অংশ গ্রহণে বাস ছাড়ে। যাত্রা শুরুর সাথে আনন্দ উল্লাসে ফেটে পড়েন সকলে। নাচ, গান আর কৌতুকে মুখরিত হয়ে উঠে পুরো বাস। সকালে ১১টার আগে ভ্রমণের বাসটি পৌঁছে যায় কাপ্তাই নেভী ক্যাম্পে।

গাড়ী থেকে নেমেই সবাই ছবি আর সেলফিতে প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর কাপ্তাই লেকে দুইটি ট্রলারে করে লেকের সৌন্দর্য্য ও বিভিন্ন স্পট ঘুরে দেখেন শিক্ষার্থীরা। ওই সময় ট্রলারের ভিতরে বাইরে নাচ ও গান করে মুখর করে রাখে লেকের আশপাশ।

লেক ভ্রমণ শেষে নেভী ক্যাম্পে রান্না করা দুপুরের খাবারে অংশ নেন দল বেঁধে। অংশ গ্রহণকারীদের জন্য ছিল র‌্যাফল ড্রসহ নানা আয়োজন।

আনন্দ ভ্রমণের সমন্বয়করা বলেন, এই আনন্দ ভ্রমণ কলেজের নিয়মিত শিক্ষার্থীদের মেল-বন্ধন। এখানে এসে চারদিকে অথই জল, দূরে ছোট ছোট দ্বীপ, কিছুদূর যেতেই পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট বাড়ি। অপার সৌন্দর্য উপভোগ করতে আমাদের বেশ ভাল লেগেছে। কাপ্তাই হ্রদের জলরাশি বেশ স্বচ্ছ। সবুজ পাহাড়ের প্রতিচ্ছায়ায় জলও হয়েছে সবুজ। সবুজ পাহাড়ের নান্দনিক মোহনা প্রাণ কেড়েছে সকলের। পাশাপাশি সহপাঠীদের নাচ,গান ও কৌতুকে সকলের প্রাণ ছুয়েছে।

আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ করেন সেলিম রেজা, মো. মঈন উদ্দিন, মো সেকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাহেদুল আলম, তাশপিয়া তাউসীন ভূঁইয়া, আফসানা সুলতানা, মুহাম্মদ আসহাব উদ্দিন সিরাজী, আবদুল্লাহ আল নোমান, একে বাবর, আজহা নুর মুন, ইঞ্জি: হেলাল উদ্দিন আলো, ফারজানা আহমেদ চৌধুরী, ইকরামুল হক, জেবুন চৌধুরী, আশিকুর রহমান, মো ইবরাহীম ,জানে আলম,খোরশেদ আলম, মাহফুজা জেহাদী লুনা, এরশাদ হোসেন ইব্রাহিম, রাকিবুল হাসান, সোহেল মাহমুদ, মহিউদ্দন মানিক, নওশেদ বিন ইব্রাহিম, রিফাত সুলতানা,অপু বড়ুয়া, সজীব হোসেন, তপন দেব নাথ, আব্দুল কাদের, ইমন চৌধুরী, দোলা শাহাপার, আবু হানিফা, হুমায়রা তাওহীদ তাসলিমা ও ফারজানা আফরোজ,জিন্নাত আরা বেগম ও মো দেলোয়ার হোসেন প্রমূখ।

এদের থেকে সেলিম রেজা, মনিরুল ইসলাম, শাহেদুল আলম, তাশপিয়া তাউসীন ভূঁইয়া ও আফসানা সুলতানা বলেন, সবুজ অরণ্য আর ছোট-বড় পাহাড়ে ঘেরা কাপ্তাই যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা রূপকথার এক স্থান। তাই মনোমুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যমণ্ডিত এই কাপ্তাই ও এর আশপাশের পাহাড়, লেক, সবুজ প্রকৃতি উপভোগ করতেই আমরা এখানে এসেছি।

স্মরনীয় ও হৃদয়ের মনিকোঠায় অম্নাল হয়ে থাকবে কাপ্তাই ট্যুর। সহপাঠীদের এই মিলনমেলা ভবিষ্যতে সবার মাঝে সুন্দর সম্পর্কের মেলবন্ধনের সেতু রচিত করবে বলেও প্রত্যাশা করেন মুহাম্মদ আসহাব উদ্দিন সিরাজী।

প্রকৃতির কাছে এসে মনটাও প্রকৃতির মত বিশাল হয়েছে তবে তাও প্রকৃতির তুলনায় অনেক তুচ্ছ। হয়তো আর এইদিন গুলো আসবে না জীবনে তবে মনে রেখ বন্ধুরা এই অধম ভালবেসেছিল তোমাদের এক প্রকৃতির সমপরিমাণ বলেছেন মো শেকান্দার হোসাইন।

মোঃ মঈন উদ্দিন বলেন, প্রকৃতির অনির্বাচনীয় শোভা বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম। আমরা এই কাপ্তাইয়ের মাঝে তা পেয়েছি।

এই ট্যুর আইন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতি প্রেমী হয়ে উঠতে সহায়তা হবে বলে মনে করছেন একে বাবর।

অংশগ্রহণকারী  বাকী সদস্যরাও আনন্দ ভ্রমণ সফল ও স্বার্থক হয়েছে বলে জানান। ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষামূলক নানা আয়োজন করার প্রতিশ্রুতিও দেন সমন্বয়ক কমিটি।