26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকহিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে

হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননের আলকুবরা পাহাড়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। দলটি বলেছে, এটি তাদের দিনের চতুর্থ জাতীয় হামলা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের কাছে রাব এল থালাথিন, আয়তা আশ শাব ও ব্লিদা এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক কম্পাউন্ডে হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। এই তিন মাস ধরে সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষে লেবাননে হিজবুল্লাহর ১৩৫ যোদ্ধাসহ ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির ২০ সেনাসদস্য ও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।