সমুদ্রের নীল জলে ভাসি প্রাণের বন্ধনে স্লোগানে সমুদ্র নগরী কক্সবাজারে ভ্রমণে যাচ্ছে ল’ স্টুডেন্টস্ ফোরাম। আইনি শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক ও মানবিক সংগঠন ল’ স্টুডেন্টস্ ফোরাম চট্টগ্রাম আইন কলেজের এল এল বি ২১-২২ শিক্ষাবর্ষের শেষ পর্বে অধ্যায়নরত প্রায় ৪০জন সদস্য অংশ নিচ্ছেন। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভ্রমণকালিন সময়ে নানা কর্মসূচী ও ভিন্নধর্মী আয়োজনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে মানবিক এ সংগঠনটি।
ল’ স্টুডেন্টস্ ফোরাম’র প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী বলেন, আমার কলেজের শিক্ষার্থীদের একটি অংশ কক্সবাজার ভ্রমণে যাচ্ছে যেনে আমি খুশি। শুনেছি তারা ভ্রমণের সময় বিভিন্ন ক্রিয়েটিভ কর্মসূচী হাতে নিয়েছে। ইট পাথরের শহর ছেড়ে পরিবার-পরিজন ও সহপাঠীদের নিয়ে আনন্দ ভ্রমণ তাদের অনেকটা স্বস্থি দেবে। তাদের ভ্রমণ সফল হবে এটাই প্রত্যাশা।
ল’ স্টুডেন্টস্ ফোরাম এর নির্বাহী সদস্য জিয়াউল হক ইমন, মো. সেকান্দর হোসেন, মো.মঈনুদ্দিন, মো.রাশিদুল হাসান, আরিফুল ইসলাম ও উত্তম দে বলেন, আমরা এই আনন্দ ভ্রমণ সফল করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। ল’ স্টুডেন্টস্ ফোরামের বেশীরভাগকে এবার মিস করবো। যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য অংশ নিতে পারছে না। দুদিনের সফলে ব্যতিক্রমধর্মী কমসূচী ও হরেক রকমের পুরুষ্কার থাকায় সবাই খুবই উপভোগ করবে বলে আশা করি। এই ট্যুর সফলভাবে শেষ হলে পরবর্তী ট্যুরে সকল সহপাঠী ও বন্ধুদের নিয়ে আরো বড় পরিসরে ভ্রমণের আয়োজন থাকবে।
এছাড়া মো. এহসানউল্লাহ, ই এম শরীফউল্লাহ, রামপদ দাস, আব্বাস উদ্দিন মানিক, রাকিবুল ইসলাম, আবু হানিফা, জানে আলম,সোহরাব মোস্তফা, সাইফুল ইসলাম, ইলিয়াছ সিদ্দিকী, ফজরুল ইসলাম, ফারজানা চৌধুরী, তামান্না সিদ্দিকা তারিন, তপন দেবনাথ, শামসুন নাহার নুপুর, সাফিয়া আকতার, আসহাব সিরাজী, শাহাদাত হোসেন, মো. আবছার, মো. মইনুদ্দিন, রিমন মহিউদ্দিনসহ অংশ নিতে যাওয়া সকলেই আনন্দ ভ্রমণ সফল করতে উম্মুখ বলে জানিয়েছে।
ভ্রমণকালিন সময়ে বঙ্গবন্ধু টানেল হয়ে হিমছড়ি, ইনানীসহ কক্সবাজারের বিভিন্ন স্পটের সৌর্ন্দয্য উপভোগ এবং ভ্রমণকারীদের জন্য আকর্ষনীয় টি-শার্টসহ রয়েছে স্পেশাল গিফট হ্যাম্পার, র্যাফল ড্র ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানসহ নানা আয়োজন।
অন্যদিকে এমন বর্ণাঢ্য আয়োজনে ব্যস্ততার জন্য অংশ নিতে না পেরে, দুঃখ প্রকাশ করেন একই বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা ও শেখ সোয়েবসহ অনেকেই।