যুবাদের বিশ্বকাপেও ভারতকে হারাল অস্ট্রেলিয়া। এ নিয়ে আইসিসির সর্বশেষ তিনটি বৈশ্বিক আসরের ফাইনাল খেলল দেশ দুটি। এই তিনবারই ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করল অস্ট্রেলিয়া। বড়দের আসরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের পর সর্বশেষ গতকাল ছোটদের বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারাল তারা।
প্রথমে ব্যাট করে হারজাস সিংয়ের ফিফটির (৫৫) সঙ্গে ৪০ ছোঁয়া তিনটি ইনিংসে ২৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া দল। রাজ লিমবানি ৩৮ রানে নেন ৩ উইকেট।