27.2 C
Chittagong
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামযুবলীগ সংগঠক দস্তগীরের মায়ের জানাজায় মুসল্লীর ঢল

যুবলীগ সংগঠক দস্তগীরের মায়ের জানাজায় মুসল্লীর ঢল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ও বঙ্গবন্ধু ল’ টেম্পল-চট্টগ্রাম স্টুডেন্ট প্যানেলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ এম দস্তগীরের মা খালেদা খানমের জানাজায় শত শত মুসল্লীর ঢল নেমেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ এশা নগরীর কোতয়ালী থানাধীন দেওয়ান বাজার ফকির মোহাম্মদ জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্য দেওয়া বক্তব্য মরহুমার জ্যেষ্ঠ পুত্র আহমেদ গোলাম দস্তগীর টুটুল বলেন, আমার আম্মা আজ আমাদের মাঝে নেই। জীবিত থাকাকালিন সময়ে অজান্তে কাউকে কষ্ট দিলে সকলেই আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। কারো সাথে কোন লেনদেন থাকলে তা নিয়ে আমি ও আমার ভাইদের কাছে যোগাযোগ করবেন। সকলেই আমার আম্মার জন্য দোয়া করবেন।

জানাযায় ইমামতি করেন ফকির মোহাম্মদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিক। তিনি বলেন, মেরাজের আগমনের সময় মরহুমার এ বিদায় শত শত মুসল্লীর উপস্থিতির দোয়া নিশ্চয় আল্লাহ কবুল করবেন।মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

জানাযায় অংশ নেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নেতা কে বিএম শাহজাহান, রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম, স্টুডেন্ট প্যানেলের কার্যনির্বাহী কমিটির সদস্য জিয়াউল হক ইমন ও আব্বাসউদ্দিন মানিকসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মান্যগন্য ব্যক্তিবর্গ।

পরিবার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার সকাল সাড়ে এগারটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া মৃত ড. খলিলুর রহমানের মেয়ে খালেদা খানম। দেওয়ান বাজার মাছুয়া ঝর্ণা এলাকার মরহুম সাবের আহমেদের স্ত্রী তিনি। মৃত্যুকালে ৪ ছেলে, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।