26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিআওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রবিবার

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে  উপনির্বাচন

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রবিবার

সুসংবাদ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে আজ রবিবার। দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। 

শনিবার (৭ অক্টোবর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সব সদস্যকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর এ দুই আসনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গত শুক্রবার দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আজ রবিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা গ্রহণ চলবে।