এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারত না বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেট ও ৯২ বল হাতে রেখে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ৬ উইকেটের জয় এর আগেও দেখেছে বাংলাদেশ। তবে বলের হিসাবে বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
আফগানিস্তানের ১৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেছে ৩৪.৪ ওভারে। বলের হিসাবে বাংলাদেশের আগের বড় জয়টি ২০১১ বিশ্বকাপে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫২ বল হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে সেই জয়টিও ছিল ৬ উইকেটের ব্যবধানে।
আজকের জয়টা অবশ্য আরো নানা কারণে বিশেষ হয়ে থাকবে বাংলাদেশের জন্য।
বিশেষ করে বিশ্বকাপ শুরুর আগে বিতর্ক ছেয়ে গিয়েছিল বাংলাদেশ দলকে ঘিরে। সাকিব আল হাসান-তামিম ইকবালের পাল্টাপাল্টি কথাবার্তা খেলার চেয়ে খেলার বাইরে মনোযোগ নিয়ে গিয়েছিল বাংলাদেশ দলের। তবে মাঠের বাইরের বিতর্ক ড্রেসিংরুম অব্দি ঘেঁষতে দেননি সাকিব।
আজ প্রথম ম্যাচে সেটার ছাপও দেখিয়েছে বাংলাদেশ।
মূলত বোলাররাই বাংলাদেশের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। আফগানদের ১৫৬ রানের মধ্যে আটকে ফেলেছিলেন তাঁরা। এরপর দুই ওপেনারকে দ্রুত হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছুটতে দেননি মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই পেয়েছেন বিশ্বকাপে প্রথম ফিফটির দেখা।