নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক সমাবেশে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না।’
আর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক অথবা না করুক নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবেও বলেও জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ প্রশ্ন তোলেন, ইসরায়েল ও বিশ্বের মানবতা লঙ্ঘনকারী অন্যান্য দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন?
গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি।
এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরা থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে।
ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গ এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।